UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে শিক্ষককে প্রকাশ্যে চপেটাঘাত বিএনপি নেতার

ঊষার আলো
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মিরপুরে সাবেক প্রধান শিক্ষক রশিদকে প্রকাশ্যে চপেটাঘাত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে পল­বী থানা বিএনপির নেতা গোলাম মোস্তফার বিরুদ্ধে। ২৯ আগস্ট পল­বীর ১২ নম্বর মুসলিম বাজারের প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে। রশিদ উত্তর কালশী স্কুলের সাবেক প্রধান শিক্ষক। এ ঘটনার দুটি ভিডিও হাতে এসেছে।

এতে দেখা গেছে, ব্যস্ত সড়কে রশিদকে একা পেয়ে জুতাপেটা করছেন পল­বী থানা বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা। এ সময় নিজেকে রক্ষা করতে রশিদ দৌঁড় দিলে ঝাড়– দিয়ে পেটাতে থাকেন মোস্তফার সমর্থকরা। অভিযোগের বিষয়ে মোস্তফা বলেন, রশিদ আমার আত্মীয়। তার সঙ্গে জায়গা জমি নিয়ে ঝামেলা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেন ঘটেছে জানি না।

ঊষার আলো-এসএ