UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিলের ফিতায় লুঙি জড়িয়ে শ্রমিকের মৃত্যু

usharalodesk
মে ২৬, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে রাইচ মিলের ফিতায় লুঙি জড়িয়ে পড়ে গিয়ে জহির হোসেন (৫৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২৬মে) দুপুরে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। এরআগে বুধবার সকালে রাইচ মিলের ফিতায় লুঙি জড়িয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন তিনি। নিহত জহির উপজেলার ভান্ডারীমোড় সংলগ্ন পলাশী গ্রামের মৃত ওলি মোহাম্মদ ওরুফে নেপাল মিস্ত্রির ছেলে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, দীর্ঘদিন ভান্ডারীমোড়ে সিরাজুল ইসলামের রাইচ মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন জহির। বুধবার সকাল আটটার দিকে মিল চালু করে ফিতা টপকিয়ে পার হচ্ছিলেন তিনি। ওইসময় মিলের ফিতায় লুঙি জড়িয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জহির। দ্রæত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে খুলনায় রেফার করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পর দুপুর ১২ টার দিকে চিকিৎসকরা জহিরকে মৃত ঘোষণা করেন। এসআই রসুল বলেন, নিহতের লাশ তার বাড়িতে আনা হয়েছে। স্বজনরা থানায় অপমৃত্যু মামলা করেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-আরএম)