UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের ওপর যুক্তরাজ্যর ফের নিষেধাজ্ঞা

usharalodesk
সেপ্টেম্বর ৩, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারের ওপর ফের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির তো গ্রুপ অব কোম্পানিজ ও এর প্রতিষ্ঠাতা তায় জা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি মিয়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র দিয়ে সহায়তা করছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি সূত্র জানায়, যুক্তরাজ্যে থাকা মিয়ানমারের তো গ্রুপ অব কোম্পানিজ ও এর প্রতিষ্ঠাতা তায় জা’র সকল সম্পদ ফ্রিজ করার সিদ্ধান্ত নেন। মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষে ওই ব্যবসায়ী একটি অস্ত্র চুক্তিতেও জড়িত ছিলেন।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালাতে তো গ্রুপ অব কোম্পানিজ অর্থায়ন করেছিল এমন দাবি ব্রিটেনের। এ বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল ও গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনকারীদের ওপর নিপীড়ন করে। এ কারণে যুক্তরাজ্য এর আগে মিয়ানমারের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

(ঊষার আলো-আরএম)