বাগেরহাট প্রতিনিধি : রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রঞ্জাপনে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অপরদিকে বন্দরের চেয়াম্যান হিসেবে দায়িত্বে থাকা রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগের জন্য নৌ-বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এ জন্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যাস্ত করা হয়েছে।