UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

pial
জুলাই ৩, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহানন্দন মন্ডলের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারি গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মহানন্দন মন্ডল (৭৫) কে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তার মরদেহ অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময়

চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামসহ গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২ জুলাই) রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মহানন্দন মন্ডল। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

(ঊষার আলো-এফএসপি)