UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ছেলের মৃত্যুর ৪ দিন পর মায়ের মৃত্যু

pial
জুন ৩, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কলেজ ছাত্র আল-আমিন শেখ মারা যাওয়ার ৪ দিন পর মৃত্যু হয়েছে মা মিনা বেগমের।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তায় পড়ে মৃত্যু হয় মিনা বেগমের। তিনি মো. ফুল মিয়া শেখের স্ত্রী।

স্থানীয়রা বলেন, মিনা বেগমের ছেলে আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত শনিবার (২৮ মে) রাতে তিনি গ্রামের পুকুরে গোসল করতে যান। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি।

পরদিন সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এরপর থেকে মা মিনা বেগম ছেলের শোকে প্রায় পাগল ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দেন ও দিগ্বিদিক ছোটাছুটি করতেন।

মোল্লাহাট থানার পরিদর্শক মতিয়ার রহমান বলেন, মিনা বেগম নামে এক নারী মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঊষার আলো-এসএইস)