UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতি সভা

pial
নভেম্বর ৮, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, প্রচার সম্পাদক জলিল তালুকদার, জেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ, মাহফুজুর রহমান সোহাগ, এম শাহ নেওয়াজ কবির টিংকু, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, মোঃ রমজান আলী সরদার, এস এম নূরুল ইসলাম, মোঃ সায়েদ আলী মোড়ল কালাই, মোঃ আঃ বারিক গাজী, আব্দুর রাজ্জাক রাজু, জগদীশ চন্দ্র রায়, বিদ্যুৎ কুমার বিশ্বাস, রাম চন্দ্র টিকাদার, এস এম তরিকুল ইসলাম, এম এম আজিজুল হাকিম, মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, কৃষ্ণ দাশ গাইন, মোঃ আকরামুল ইসলাম, গৌতম কুমার রায়, মৃগাঙ্ক বিশ্বাস, অঞ্জন কুমার রায়, মোঃ আল আমিন মোড়ল, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, শেখ জামাল হোসেন, দিপাংকর মন্ডল, মোঃ ইদ্রিস আলী সরদার, প্রসূন কুমার সানা, মোঃ ফেরদাউস ঢালী, মোঃ শওকত আলী হাওলাদার, প্রসেনজিৎ রায়, টি এম হাসানুজ্জামান, মোঃ আনিসুর রহমান গাজী, মিসেস নাজমা কামাল, আজমিন রেজা নিপু, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, এস এম সাব্বির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এফএসপি)