UsharAlo logo
শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে: হাসান সরকার

ঊষার আলো রিপোর্ট
মার্চ ৯, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সকল ইসলামী দল ও বিএনপির মধ্যে যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। এমন ঐক্য রাখতে হবে যাতে আওয়ামী লীগ বাংলার জমিনে চিরতরে আর রাজনীতি করতে না পারে।

শনিবার (৮ মার্চ) টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি এসব কথা বলেন।  শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই-আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর অনেক নিরপরাধ নেতাকে হত্যা করেছে। জিয়াউর রহমানকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, খালেদা জিয়াকে জেল খানায় রেখে স্লো-পয়জনের মাধ্যমে হত্যার চেষ্টা করেছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তো মেরেই ফেলল।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খাইরুল হাসান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর জামাতের সহকারি সেক্রেটারি আফজাল হোসাইন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আক্তারুজ্জামান, বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, ফারুক হোসেন খান, সরকার শাহনূর ইসলাম রনি প্রমুখ।

উপস্থিত ছিলেন আজিজুল হক রাজু মাস্টার, শেখ মোহাম্মদ সুমন, হাবিবুর রহমান আজাদ, রাতুল ভুইয়া, আব্দুস সাত্তার, আলী আহমেদ টুকু প্রমুখ।
ঊষার আলো-এসএ