UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন শীর্ষক মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১১, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

 যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন-প্রয়োজনীয়তা শীর্ষক মত বিনিময় সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম খুলনা জেলার শাখার উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক হাসনা হেনা, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক খান মোতাহার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক উদ্দীন। সুশাসনের জন্য নাগরিক সুজন বিভাগীয় সম্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ব্লাস্ট খুলনার সমন্বয়কারী এড. অশোক কুমার সাহা, সুজন নগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, নারী নেত্রী এড. অলোকানন্দ দাস, সাংবাদিক নেতা হেদায়েত হোসেন মোল্লা, জেজেএস-এর এমএম চিশতী, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন প্রমুখ। সভায় কি নোট পেপার উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সভায় প্রস্তাবিত “যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২২” আইনে সংযোজন ও বিয়োজনের বিষয়টি আলোকপাত করা হয়।