UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর কাঁচাবাজারে নোংরা পরিবেশেই চলছে কেনাবেচা

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ রোধে লকডাউনে খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে কাঁচাবাজার চালু রাখার নির্দেশনা থাকলেও এখনো রাজধানীতে তা কার্যকর করা হয়নি।
৬ এপ্রিল মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, নোংরা পরিবেশেই চলছে কেনাবেচা। স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না দৃশ্যমান কোনো পদক্ষেপও। তবে বাজারের ক্রেতা-বিক্রেতারা বলছে, সবাই যেন করোনা সতর্কতা মেনে চলে সে ব্যবস্থা করা উচিত।
লকডাউনেও খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকায় কাঁচাবাজারে সরবরাহে কোন কমতি নেই।
একজন ক্রেতা বলেছেন, স্বাস্থ্যবিধি তো কঠোর হওয়া উচিত। সে হিসেবে কেউ স্বাস্থ্যবিধি মানছে না। সেই সঙ্গে বাজারে ভিড় হয়েছে অনেক।
উল্লেখ্য, রাজধানীতে সিটি করপোরেশনের তালিকাভুক্ত বাজার রয়েছে ২৮টি।

(ঊষার আলো- এম.এইচ)