UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ

ঊষার আলো
ডিসেম্বর ২৭, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহীতে দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৪টা ও সাড়ে ৪টার দিকে এই বৃষ্টিপাত হয়। দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা না মিলতেও পারে। তবে ঘন কুয়াশায় চারদিক ঢেকে আছে।

এর আগে রাজশাহীতে চলতি বছরের ২৫ অক্টোবর সর্বশেষ বৃষ্টি হয়। ওই দিন রাজশাহীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর ৬২ দিনের ব্যবধানে রাজশাহীতে বৃষ্টিপাত হলো।আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে। এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। তিনি আরও বলেন, বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে পারে। তখন বেশি শীত অনুভূতি হতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন আরা বলেন, রাজশাহীতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রোববার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বশেষ শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনদিনের আবহাওয়ার হিসেবে তাপমাত্রা বেড়েছে। তবে আকাশে মেঘ থাকার কারণে এমনটি হয়েছে।

ঊষার আলো-এসএ