UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজ্যে লকডাউন, তাই বিমান ভাড়া করে আকাশে বিয়ে সারলেন দম্পতি

usharalodesk
জুন ১৫, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারা ভারতজুড়ে করোনা (কোভিড-১৯) মহামারি। কাজে সংক্রমণ কমাতে কড়া বিধিনিষেধ জারি। ফলে অনেক সদস্য নিয়ে বিয়ের অনুষ্ঠান করা বারণ। তবে এই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখালেন দুই পরিবার। রীতিমতো বিমান ভাড়া করে মাঝ আকাশে বিয়ের অনুষ্ঠান সারলেন তারা। সাথে ছিলেন প্রায় ১৬০ জন নিমন্ত্রিত।

এই বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তামিলনাড়ুর মাদুরাইয়ের ভিডিও এটি। ভিডিওতে দেখা যায়, রীতিমতো মানুষে ঠাসা একটি বিমানে হইচই করে বিয়ে হচ্ছে। কারোর মুখেই মাস্কের বালাই নেই সাথে নেই কোনও সামাজিক দূরত্বও।

জানা যায়, ২ ঘণ্টার জন্য স্পাইসজেটের গোটা বিমানটাই ভাড়া নেন রাকেশ-দক্ষিণার পরিবার। মাদুরাই হতে বেঙ্গালুরু উড়ে যায় বিমানটি। আর ওই বিমানেই আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে নিজেদের বিয়ে সারেন তারা।

লকডাউন তো মাটিতে, আকাশে তো নয়! এমনই এক পন্থা বের করে বিয়ে করলেন তারা।

অনেকেই এমন অভিনব বিয়েতে বেশ মজা পেয়েছেন। কিন্তু তার চেয়েও প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। করোনা পরিস্থিতিতে কীভাবে বিমানে তারা এতজন পরিজন নিয়ে বিয়ে করলেন তা নিয়েও উঠছে অনেক প্রশ্ন। যেখানে ৫০ জনের বেশি উপস্থিত থাকার কথা না, সেখানে এভাবে এত জনের থাকাটা যে মোটেও ঠিক নয় সে কথাই বলেছেন অনেকে।

আর শুধু তাই নয়, মাস্ক না পরার বিষয়টি নিয়েও সরব হন কেউ কেউ। অর্থ থাকলেই কি কেউ আইনের উর্ধ্বে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

(ঊষার আলো-এফএসপি)