UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ১, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘন্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন বুধবার সকাল ৯টা থেকে আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর আগে গত ২৯ জুন হাসপাতালটিতে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছিল।
আজ ১ জুলাই বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৩০ জুন বুধবার সকাল ৮টা থেকে ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়।
শামীম ইয়াজদানী বলেন, মৃত ২২ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। আর ১৬ জন ভর্তি ছিল করোনার উপসর্গ নিয়ে। ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১৪ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ১ জন, নওগাঁর ৫ জন ও ঝিনাইদহের ১ জন করে।

(ঊষার আলো- এম.এইচ)