UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সরকার: আমিনুল হক

usharalodesk
ডিসেম্বর ১৬, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার বিকালে মিরপুর ৬ নম্বর সেকশন মুকুল ফৌজ মাঠে পল্লবী থানা যুবদলের আয়োজনে পল্লবী থানাধীন বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ করে আমিনুল হক বলেন, সংস্কার কখনও নির্দিষ্ট সময়ের ভেতরে করা যায় না, এটা একটি চলমান প্রক্রিয়া।যখন যে সমস্যা আসবে, তখন সেই সমস্যার সমাধান করতে হবে।বাংলাদেশের জনগণ আপনাদেরকে ‘অন্তবর্তীকালীন’ দায়িত্ব দিয়েছে।আপনাদের যে যে জায়গায় চলমান সংস্কার কাজগুলো রয়েছে- আপনারা সেই সংস্কার কাজগুলো করুন, পরবর্তীতে জনগণের ভোটে দেশে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, তখন সেই নির্বাচিত সরকারই দলমত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে সংস্কার করবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে, কখন তারা তাদের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে।জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্র সংস্কার মেরামতের ৩১ দফা হচ্ছে একটি রূপরেখা উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই ৩১ দফার মাধ্যমে আমরা রাষ্ট্র মেরামতের ফলে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যেতে পারব।

পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান সঞ্চালনা ও পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিটন, পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোতালেব হোসেন রতন, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী তৈয়ব, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম নয়ন, থানা সদস্য এম আশরাফুল ইসলাম, পল্লবী থানা যুবদল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ, সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পল্লবী থানা শ্রমিক দলের আহ্বায়ক বশিরুল আলম, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, রূপনগর থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি, যুবদল ৩ নম্বর ওয়ার্ড আহ্বায়ক দেওয়ান বিপ্লব সদস্যসচিব ফরহাদ হোসেন রাজন, মহিলা দল রূপনগর থানার সদস্যসচিব শিল্পী আক্তার, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড সদস্যসচিব নাছিমা হাওলাদার, পল্লবীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, পল্লবীর বিএনপি নেতা সায়মন মোল্লা প্রমুখ।

ঊষার আলো-এসএ