শেখ বদর উদ্দিন : খুলনার রাষ্টায়ত্ব পাটকল কর্মচারী কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় আলিম জুটমিল্স গেটস্থ হাফিজুর রহমান স্মৃতি সংসদ কার্যালয়ে খুলনা যশোর অঞ্চলের বিজেএমসি’র অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের সকল পাওনা পরিশোধের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত ৩০ নভেম্বর সকাল ১০ টায় ঢাকায় বিজেএমসি’র কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। পরিষদের সদস্য সচিব এসএম জাকির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, মোঃ আঃ মতিন হাওলাদার, শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা , মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ ।
সভায় নেতৃবৃন্দ বলেন, খুলনার ৭ টি রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মচারী কর্মকর্তারা ( অবসরকৃত) ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০২০ সালের ২৯ শে জুন পর্যন্ত কোন কর্মচারী কর্মকর্তারা মিলের পাওনাদী পায়নি । সরকার ২৯ শে জুন সকল রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষণা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি । প্রধানমন্ত্রী শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের সকল টাকা পরিশোধ করার ঘোষণা দিলেও দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের ২১’শ কর্মচারী-কর্মকর্তা বিজেএমসি’র কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে কোন পাওনা পরিশোধ করা হয়নি, ফলে অনেক কর্মচারী-কর্মকর্তা বিনা চিকিৎসায় অর্ধহারে অনাহারে মানবেতর জীপন যাপন করছে। সভায় নেতৃবৃন্দ আরোও বলেন আগামী ৩০ নভেম্বর ঢাকার বিজেএমসি’র কার্যলয়ের সামনে মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।