UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়হান হত্যা মামলায় ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট

usharalodesk
মে ৫, ২০২১ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় চার্জশিট আদালতে দাখিল করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ ৫ মে বুধবার পুলিশের এসআই আকবরসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সংস্থাটি।
গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে কাষ্টঘর এলাকা থেকে ধরে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রায়হান হত্যার পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করে। মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে আটক করে পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)