UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে শ্রমজীবীদের সহায়তা প্রদানের আহ্বান যুব ইউনিয়ন

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লকডাউন চলাকালীন লকডাউন কার্যকর করতে হলে ইজিবাইক-রিকসা চালক, দোকানদারসহ শ্রমিজীবী মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে ব্যাংক খোলা, কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার, দোকান খোলা, স্বাস্থ্য সেবার প্রয়োজনে মানুষকে যাতায়াত করতে হয়। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী, আদালতের সাথে সংশ্লিষ্টদের যাতায়াত করতে হয়। অন্যদিকে খুলনার একমাত্র গণপরিবহণ ইজিবাইক, রিকসা চলাচলে নিয়ন্ত্রণ আরোপ, হয়রাণি, নির্যাতনে আমাদেরকে উদ্বিঘ্ন করেছে। সাথে-সাথে বিপুল সংখ্যক ইজিবাইক-রিকসা চালকদের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে বলে মনে করেন নেতৃবৃন্দ। হয় স্বাস্থ্যবিধি মেনে মানুষদের যাতাযাতে ইজিবাইক-রিকসা চলাচলের সুযোগ দিতে হবে, অন্যথায় সকল শ্রমজীবী স্বল্প আয়ের মানুষদের খাদ্য-অর্থ সহায়তার ব্যবস্থা করতে হবে। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)