UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় লকডাউনের ৪র্থ দিনে ২২ মামলায় ২২ জনের জরিমানা

ঊষার আলো
জুলাই ৪, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সারা দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের অংশ হিসেবে খুলনা মহানগরে প্রশাসনের অভিযানে ২২টি মামলায় ২২ জনকে ১২ হাজার ৫শ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সমগ্র দেশের ন্যায় খুলনা জেলাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে রবিবার(৪জুলাই) সকাল থেকে মহানগরে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। খুলনা মহানগরীতে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে এখন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ২২ জনকে এই জরিমানা করা হয়। অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে।
(ঊষার আলো-আরএম)