UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লবণচরায় নির্মাণাধীন ভবনের খেলাপী অংশ অপসারণ

koushikkln
ডিসেম্বর ২৯, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহাপরিকল্পনাধীন এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় লবনচরা থানার অর্ন্তগত কৃষ্ণনগর মৌজাধীন আর এস দাগ নং-৫৯৮(অংশ) এর উপর জি,এম কামরুল হাসান কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন দু’তলা ভবনের খেলাপি অংশ অপসারণ করা হয়। একই মৌজা ও দাগে মোহাম্মদ রিয়াজুল আমিন কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন একতলা ভবনের আংশিক অপসারণ করা হয়।

উক্ত ভাঙ্গার কার্যক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। তাছাড়া কেডিএ’র ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।

পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অননুমোদিত, খেলাপী ও অবৈধ নির্মাণ অপসারনের কাযক্রম অব্যাহত থাকবে। তাই পরিকিল্পিত খুলনা গড়ার প্রত্যয়ে ও ভবন মালিকগণের আর্থিক ক্ষয়ক্ষতি পরিহারের লক্ষ্যে নকশা অনুমোদন ব্যতীত ও নকশার ব্যতয় ঘটিয়ে এবং অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে কোন নির্মাণ কাজ হতে বিরত থাকতে সকলকে উদাত্ত আহবান জানিয়েছে কেডিএ।