ঊষার আলো ডেস্ক : রূপসা উপজেলা থেকে শেখ বনি আমিন ও মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর সদস্য সচিব এম এ আল-মামুন, কেন্দ্রীয় নেতা ইসমাইল খান টিপু, জেলা যুগ্ম সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা ও রূপসা উপজেলা সভাপতি ওদুদ মোড়ল, জেলা দপ্তর সম্পাদক রহমত আলী খান, সহ-দপ্তর সম্পাদক জলিল জমাদ্দার, জাপা সদর থানা সভাপতি মাসুম হায়দার, সাধারণ সম্পাদক হাসানুর রশীদ রাসেল, মহানগর যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, সহ-সভাপতি মাজাহার জোয়ারদার পান, এজাজ আহম্মেদ খান, অপূর্ব দত্ত নেকু, মুনসুর আহমেদ, মোঃ হাবিবুর রহমান, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে আজ লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। জ্বালানি তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর থেকে পরিত্রাণ পেতে আগামীদিনে জনগণের রায় নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদেরকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে।