১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবসে কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর যুবলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর’২৩ইং বুধবার রাত ১১টায় নগরীর গল্লামারী স্মৃতিসৌধে সকল শহিদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ। বিকাল সাড়ে পাঁচ টায় (বাগ মাগরিব) দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৬ডিসেম্বর’২৩ইং তারিখ, শনিবার সূর্যদ্বয়ের সাথে সাথে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল শহিদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে সকলকে সকাল ৫টার মধ্যে গল্লামারী মোড়ে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় খুলনা মহানগর আওয়ামী লীগের বিজয় র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ।
উপরিউক্ত কর্মসূচি সফলে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।