ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকালে শারীরিক চেক-আপের উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেছেন।
বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানযোগে সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ২৩ অক্টোবর একই এয়ারলাইন্সের বিমানযোগে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। সিটি মেয়র নগরবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।
সিটি মেয়রের অনুপস্থিতিতে মেয়র প্যানেলের সদস্য ও ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
(ঊষার আলো-এফএসপি)