UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

koushikkln
জুলাই ৬, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছনাসহ দেশব্যাপি অব্যাহতভাবে শিক্ষক নিপীড়ন ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে বুধবার (০৬ জুলাই) বিকাল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।

জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খানের সভাপতিত্বে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য এইচ এম শাহাদাৎ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সদস্য কমরেড আনিসুর রহমান মিঠু, মোস্তফা খালিদ খসরু, দেলোয়ার হোসেন, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, বাসদ খুলনা জেলা সদস্য প্রলয় মজুমদার, সিপিবি নারী সেল খুলনা জেলা সভাপতি সুতপা বেদজ্ঞ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, অধ্যাপক সঞ্জয় সাহা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, টিউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক সৌরভ সমাদ্দার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা মহানগর সদস্য অমৃত বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ফ্যাসিবাদী শাসনের স্বার্থে ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। লুটপাট, দুর্নীতি, সম্পদ ও পদ দখলের জন্য সরকারদলীয় কর্মিরা সারাদেশে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাত তুলে নির্যাতন চালাচ্ছে যার ভয়ঙ্কর নিদর্শন আমরা দেখলাম নড়াইলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষককে গলায় জুতার মালা পড়িয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের কর্মিরা একই কারণ দেখিয়ে দু’জন শিক্ষককে হয়রাণি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের জমি মৌলবাদীচক্র দখল করেছে। আবার ঢাকার সাভারে ছাত্রের হামলায় একজন শিক্ষক নিহত হয়েছেন। এসব দেশব্যাপী শিক্ষক নিপীড়ন ও সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানান এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আলোকে দেশ গড়তে সকল দেশপ্রেমিক মানুষকে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।