UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন খুলনার ২ সেপ্টেম্বরের মানববন্ধন সফলে সভা

ঊষার আলো
আগস্ট ৩১, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আগামী ২রা সেপ্টেম্বরের মানববন্ধন সফলে ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাত সাড়ে ৯ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য মাওঃ হাফিজুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আল-আমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মুরাদ গাজী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোঃ মঈনুল ইসলাম, মোঃ ইব্রাহিম ইসলাম আবির ও মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

(ঊষার আলো-আরএম)