ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ইন্টার ফার্ষ্ট ইয়ারের মেধাবি শিক্ষার্থী মোঃ আলামিন হোসেন সিফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান জানান, ঘটনার রাতেই এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বড় ভাই মোঃ সবুজ হোসেন কয়েকজনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । তিনি বলেন , ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে , এর সঙ্গেই যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসি।
নির্যাতনের শিকার কলেজছাত্র মোঃ আলামিন হোসেন সিফাত যোগিপোল ৯ নং ওয়ার্ডের মধু ফ্যাক্টারী সংলগ্ন মৃত ফারুক হোসেনর ছেলে। থানায় দায়েরকৃত অভিযোগে যাদের বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে তারা হলেন যোগিপোল এলাকার শিপন (২৫) হাসান (২৯) ইব্রাহিম (২৩) আকবার ওরফে মধু (২২) আসাদ (২৬) লিমন (১৯) সাব্বির (১৮) সহ অজ্ঞাত ২/৩ জন।
কলেজছাত্র সিফাত বলেন,গত ২৮ জুন রাত আনুমানিক পৌনে ৯ টার সময় তার ব্যবহ্যত মোবাইলে একটি কল আসে। তাকে বায়তুল ফালাহ জামে মসজিদের সামনে যেতে বলে। সে সরল বিশ^াসে সেখানে পৌছায়। পৌছানা মাত্র অভিযুক্তরা পুর্বপরিকল্পিতভাবে পোশর্^বর্তী ভিকুর মাঠে ফাকা জায়গায় দিয়ে দফায় দফায় জিআই পাইপ , লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে রক্তাক্ত জখম করে। এলাকাবাসি এগিয়ে আসলে তাকে মুর্মুষূ অবস্থায়ি ফেলে রেখে পালিয়ে যায় । পরে এলাকাবাসি এগিয়ে আসলে তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তিতে তাকে উদ্ধার করে তার স্বজনরা তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার অবস্থা আশংকাজন।