UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিয়ালীর ঘটনায় পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

koushikkln
আগস্ট ৯, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রূপসা উপজেলার শিয়ালী গ্রামে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বিগ্রহ, সমাধি মঠ, বাড়িঘর ও দোকানপাট ভাংচুর, লুটপাটসহ এলাকাবাসীর ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রিয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামী ১১ আগস্ট বুধবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অসাম্প্রদায়িক চেতনার সকল ব্যক্তি ও সংগঠনকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার সভাপতি যথাক্রমে শ্যামল হালদার ও কৃষ্ণপদ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার সভাপতি যথাক্রমে বিরেন্দ্রনাথ ঘোষ ও বিমান বিহারী রায় অমিত, উভয় সংগঠনের মহানগর ও জেলা শাখার সাধারণ সম্পাদক যথাক্রমে প্রশান্ত কুমার কুন্ডু, রবীন্দ্রনাথ দত্ত, গোপাল চন্দ্র সাহা ও অধ্যাপক শ্যামল কুমার দাস।