UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ আলী আকবর ছিলেন একজন খাঁটি মুজিব আদর্শের সৈনিক : তালুকদার আব্দুল খালেক 

koushikkln
আগস্ট ২৩, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন “শেখ আলী আকবর ছিলেন একজন খাঁটি মুজিব আদর্শের সৈনিক, দলের দুর্দিনে সে রূপসা অঞ্চলে ছাত্রলীগকে সংগঠিত করেছে। রূপসা অঞ্চলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন শেখ আলী আকবর লোভ লালসার ঊর্ধ্বে উঠে প্রতিকুলতার মধ্য দিয়ে রাজনীতি করে গেছেন। ক্ষমতার মাঝে থেকে সে অন্যায় পথে যান নি বা আদর্শচ্যুত হন নি। ছাত্রজীবনে সে খেয়ে না খেয়ে সিটি কলেজে ছাত্রলীগ করেছে, সাধারণ ছাত্রদের সংগঠিত করে ছাত্রলীগের রাজনীতিতে নিয়ে এসেছে। তার মত কর্মীবান্ধব ছাত্রনেতা তৎকালীন সময়ে খুব কমই ছিলো। তিনি আরও বলেন তার দেখানো পথ ও ত্যাগ অনুসরণ করে বর্তমান সময়ের ছাত্রনেতাদের পথ চলা উচিত”।

সাবেক ছাত্রনেতা,রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

মরহুম শেখ আলী আকবর এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মরহুম শেখ আলী আকবর কে নিয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অসিত বরণ বিশ^াস, শেখ মো: ফারুখ হাসান হিটলু, সফিকুর রহমান পলাশ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নেতা হাফেজ মো: শামিম, এস.এম আকিল উদ্দিন, এম.এ নাসিম। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার এর সভাপতিত্বে এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মো: মারুফ হোসাইন, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, রফিকুল ইসলাম রফিক, ঝলক বিশ^াস, জহির আব্বাস, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, দিদারুল আলম, প্রণব চক্রবর্তী, মেহেদী হাসান, কামরুল ইসলাম অপু, মাহামুদুল হাসান সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, তায়েজুল ইসরাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, কাব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার,  এম.এ হোসেন সবুজ, আশিকুর রহমান তানভীর, বায়েজিদ সিনা, চিশতি নাজমুল বাশার স¤্রাট, বাঁধন হাওলাদার, শেখ রাসেল, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, হাফিজুর রহমান, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাশ, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, পলাশ রায়, শেখ রিয়েল, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, মুুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শোভন হাওলাদার, দাউদ রনি, রুবেল ইসলাম, ইমন শেখ, আবির হোসেন হৃদয়, জুয়েল সরদার, পিয়াল হাসান, চয়ন চৌধুরি, মুরাদ হাওলাদার, সাইফুল ইসলাম মিরাজ, রাহুল শাহারিয়ার, রিয়াদ খান  প্রমুখ।

স্মরণ সভা শেষে শেখ আলী আকবরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহেদ হুসাইন। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।