UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ রাসেল একটি আদর্শের নাম শেখ রাসেল একটি ঐতিহ্যের নাম-সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী

pial
অক্টোবর ১৮, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে শেষ হয়। এরপর সারাদেশের ন্যায় ডিজিটাল ল্যাব ও স্কুল অফ ফিউচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে রূপসার ৬ টি ডিজিটাল ল্যাব ও ১ টি স্কুল অফ ফিউচার এর উদ্ধোধন করা হয়।
রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এসময় তিনি বলেন, শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে হত্যাকারীরা চেয়েছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য কিন্তু বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যিনি মৃত্যুর পরে এখনও বিশ্বের বুকে বেঁচে আছেন। শেখ রাসেল একটি আদর্শের নাম শেখ রাসেল একটি ঐতিহ্যের নাম। এ কারণে আজও শেখ রাসেলকে এদেশের জনসাধারণ আদর্শ শিশু হিসেবে মনে রেখেছে । তিনি বলেন বঙ্গবন্ধু হত্যা হলেও তার আদর্শ এখনও সারা বাংলাদেশ ছড়িয়ে রয়েছে । ওই আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম।
বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহাদিবা শামস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদু্জ্জামান, শিক্ষা কর্মকর্তা আঃ রব, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশসহ সাংবাদিকবৃন্দ।
(ঊষার আলো-এফএসপি)