ঊষার আলো ডেস্ক : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার জরুরি সভা বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি’র সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সহ সভাপতি প্রকৌশলী আল মামুন চৌধুরী,কামরুল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম আহমেদ রিজভী সোহান, সাংগঠনিক সম্পাদক ইসহাক হোসেন ইমু, প্রচার সম্পাদক মো: মইনুল হোসেন মৃদুল, আইন বিষয়ক সম্পাদক নিরব শেখ, ক্রীড়া সম্পাদক অমিত বালা, সদস্য মো: সাজিদুর রহমান, এস এম রাসেল শাহরিয়ার আকাশ, মোঃ আজিজুল, এস এম তুহিন সাফিনসহ বিভিন্ন থানা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ হয় খুলনা মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে সদস্য ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।