UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ার কারসাজি: ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার কারসাজির অভিযোগে ৪ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) ৯২৪তম কমিশন সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, বেক্সিমকোর শেয়ার কারসাজির অভিযোগে মুশফিকুর রহমানকে ১২৫ কোটি টাকা, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি ও মারজানা আক্তারকে ৩০ কোটি কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা করা হয়েছে ৬ প্রতিষ্ঠানকে। এর মধ্যে, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি, জুপিটার বিজনেস লিমিটেডকে ২২ কোটি ৫৯ লাখ, অ্যাপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি এবং ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়।