UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক নেতা হামিদ সরদারের ইন্তেকাল

koushikkln
নভেম্বর ৩, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা মহানগর ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি , আলিম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক ও রাষ্ট্রায়ত্ব পাটকল সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আঃ হামিদ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

গত ২ নভেম্বর বুধবার ভোড়ে তিনি নিজ বাসায় মাথা ঘুরে পড়ে যান এর পর তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি স্ত্রী , ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, আঃ হামিদ সরদার দীর্ঘ দিন ধরে উচ্চ রক্ত চাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

বাদ জুম্মা মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এদিকে আঃ হামিদ সরদারের মূত্যুতে দলিয় নেতাকর্মি সহ এলাকার সর্বস্থরের মানুষের মাঝে শোকের ছায় নেমে এসেছে।