UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রী শ্রী শীতলাবাড়ী মন্দিরের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক

koushikkln
জুলাই ১৬, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শ্রী শ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এশারুল হক।

সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার, সহ-সভাপতি অরবিন্দ সাহা, এড. বীরেন্দ্রনাথ সাহা, রবীন্দ্র নাথ দত্ত, অমর কুমার দাস, প্রকৌঃ বাবুল কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক এ্যাড. পঙ্কজ কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক উৎপল কুমার দত্ত, উৎপল কুমার বণিক টুটুল, প্রদীপ সেন, কোষাধ্যক্ষ পার্থপ্রতীম পাল, দপ্তর সম্পাদক বিভূতি ভূষণ সাহা, সাংস্কৃতিক সম্পাদক নিত্যানন্দ সাহা, সমাজকল্যাণ সম্পাদক পিনাকি প্রসাদ সেন, কার্যনির্বাহী সদস্য বাবুল চন্দ্র সাহা, কাঞ্চন বোস, প্রকৌঃ দেবতোষ দাস, প্রকৌঃ কৃষ্ণপদ দাস, এড. পবিত্র কুমার বিশ্বাস, রামলাল সাহা, অশোক কুমার দে, গোপাল চন্দ্র সাহা, সমীর কুমার সাহা, সঞ্জু কর্মকার, ভজন চন্দ্র সাহা, তাপস দে, অজয় সাহা, রঙ্গলাল মৃধা, রবীন রায়, নিলয় মজুমদার, সঞ্জীব কু-ু, সঞ্জয় সাহা, ভবতোষ কুমার ঘোষ, উত্তম কুমার বণিক, প্রণব কুমার হালদার, মিল্টন সানা, আকাশ রায়, পিযূষ কুমার ঘোষ, রিপন সরকার, পলাশ রায়, স্বপন কুমার ঘোষ, তপন কুমার শীলকে পরিচিত ও অভিষিক্ত করা হয়। সভায় খুলনা মহানগরীর বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় বাড়ির মালিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মন্দিরের প্রাচীর নির্মাণ ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার তাঁর নিজস্ব অর্থায়নে মন্দিরের মেইন গেট নির্মাণ করার প্রতিশ্রুতি দেন এবং মন্দিরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।