UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রী শ্রী শীতলাবাড়ী মন্দিরের শারদীয় দুর্গাপূজার উপ-কমিটি গঠন

pial
আগস্ট ১, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : আজ ২৯ জুলাই ২০২২ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭ টায় মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের এক সভা মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষের স ালনায় সভায় শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দুর্গাপূজা-২০২২ উপ-কমিটি গঠন করা হয়। অজয় সাহাকে সভাপতি, উৎপল কুমার বণিক টুটুলকে সাধারণ সম্পাদক ও বিভূতি ভূষণ সাহাকে কোষাধ্যক্ষ করে উপ-কমিটি করা হয়।

এ সময়ে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অরবিন্দ সাহা, রবীন্দ্র নাথ দত্ত, অমর কুমার দাস, প্রকৌঃ বাবুল কুমার দেবনাথ, যুগ্ম সম্পাদক এ্যাড. পঙ্কজ কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক উৎপল কুমার দত্ত, প্রদীপ সেন, কোষাধ্যক্ষ পার্থপ্রতীম পাল, কার্যনির্বাহী সদস্য বাবুল চন্দ্র সাহা, কা ন বোস, প্রকৌঃ দেবতোষ দাস, এড. পবিত্র কুমার বিশ্বাস, রামলাল সাহা, অশোক কুমার দে, গোপাল চন্দ্র সাহা, সমীর কুমার সাহা, রবীন রায়, নিলয় মজুমদার, সঞ্জীব কুণ্ডু, সঞ্জয় সাহা, উত্তম কুমার বণিক, প্রণব কুমার হালদার, মিল্টন সানা, রিপন সরকার, পলাশ রায়, তপন কুমার শীল, মিলন কুমার তরফদার, বিদ্যুৎ কুমার দাস, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ সাহা, দে নিতাই কুমার, শঙ্কর কুমার সাহা, রণজিৎ মুখোপাধ্যায় প্রমুখ। সভায় মন্দিরের আসন্ন জন্মাষ্টমী পালনের জন্য হরিভক্তি প্রদায়নী সংঘকে দায়িত্ব প্রদান করা হয়। সভায় মন্দিরের সভাপতি নতুন সদস্যদের শপথ পাঠ করান।

(ঊষার আলো-এফএসপি)