UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরের সাফারী পার্কে প্রজননে এগিয়ে আফ্রিকান জেব্রা

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে সফল প্রজননে এগিয়ে রয়েছে আফ্রিকান প্রাণী জেব্রা। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে পার্কের আফ্রিকান সাফারীর আয়তন বাড়ানোর প্রয়োজন হতে পারে। গেল বছরের সিংহভাগ সময় পার্ক লকডাউনের আওতায় ছিল।
করোনা সংক্রমণের কারণে এবারও চলছে লকডাউন। এসময়টাতে পার্কে দর্শণার্থী নিষিদ্ধ থাকে। অনেকটা ফাঁকা থাকে পার্ক এলাকা। এ সুযোগে গত দু বছরে জেব্রা পালে ১১টি বাচ্চা জন্ম নিয়েছে। আগামী কয়েক মাসে আরও বাচ্চা জন্মাবে। প্রায় আটটির মতো জেব্রা গর্ভধারণ অবস্থায় রয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, সবশেষ জেব্রা পালে একটি নতুন শাবকসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে। বৃহষ্পতিবার নতুন শাবক জন্মের পর পালের সাথে মিশে গেছে। পার্কে জেব্রাগুলোর সফল প্রজনন ঘটছে। জন্মের পর শাবকগুলো অনেকটা সুস্থতার সাথেই বেড়ে উঠে। আগে ১৪টি জেব্রা ছিল। পরে নতুন শাবকসহ ১১টি জেব্রা আসে। এর মধ্যে ১২টি পুরুষ ও ১৩টি মাদী।
ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে অচিরেই পার্কের আফ্রিকান সাফারীর আয়তন বাড়ানোর প্রয়োজন হবে। আফ্রিকান সাফারীতেই জেব্রার আনাগোণা। পার্কে দর্শনার্থীদের বিনোদনের অন্যতম আকর্ষণ জেব্রা।
জেব্রা সাধারণত পাল তৈরী করে ঘুরে বেড়ায়। পার্কের প্রাণী প্রজন্ম স্বাভাবিক বৃদ্ধি পেতে থাকলে ভবিষ্যতে প্রাণী আমদানী নির্ভরতা কমে আসবে।
পার্ক কর্মকর্তা জানান, জেব্রা পালে নতুন অতিথি আগমনের পরই খাদ্যের পুষ্টিমান বিবেচনায় রাখা হয়। এর জন্য মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেয়া হয়। পার্কের জেব্রাগুলো আফ্রিকান এবং উর্বর জাতের। ফলে নানা পারিপার্শ্বিকতার সমন্বয়ে সফল প্রজনন ঘটছে।

(ঊষার আলো-এমএনএস)