UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সব হাঁরিয়ে নিঃস্ব সালেহা বেগম

koushikkln
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সব হাঁরিয়ে নিঃস্ব বিধবা নারী সালেহা বেগম। ২০১৯ সালে স্বামী হারিয়ে একমাত্র সন্তানকে হারিয়ে রূপসার কাঁচা বাজারে সোনালী বানিজ্য ভান্তার নামে একটি আড়ৎ চালাতেন। কিন্ত গত শনিবার (২৬ নভেম্বর) সকালের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তা। সব হারিয়ে প্রলাপ বলতে বলতে জন্মভূমিকে জানান,আমাদের তো অপরাধ নেই। আমার ঘর পুরলো কেন? কাঁচা মাল, নগদ টাকা ও হিসাবের খাতা সব পুরে গেল। কি করে আমরা বাঁচব।
সালেহা বেগমের ছেলে নূর ইসলাম বলেন, বাবা মারা যাবার পর মা পুতে মিলে ব্যবসা করে চলছিলেন। হঠ্যাৎ করেই শনিবার সকালে কাঁচা বাজারেরর ককশিটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।   চোখের নিমিষে সব পুরে গেল। ফায়ার সার্ভিস এসেও কোন লাভ হয়নি। বাঁচার জন্য সমাজের সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।