পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পর ধর্মনিরপেক্ষতার আলোকে বঙ্গবন্ধু সংবিধান ও প্রণয়ন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে জঙ্গীমৌলবাদদের উথ্যান ঘটে। তারা রাষ্ট্র ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সরকার পরিচালনা করায় বর্তমান সরকারের সময়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এমপি বাবু বলেন, আওয়ামীলীগের সময় সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে স্ব-স্ব ধর্মীয় উৎসব পালন করছে। তিনি বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে কংসদের মতো অপশক্তি তৎপর রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সকল অপশক্তিকে রুখতে হবে।
তিনি শুক্রবার (১৯ আগস্ট) সকালে পাইকগাছা উপজেলা ও পৌরসভা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতিথি জম্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তিরঞ্জন সেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনা বক্তব্য রাখেন শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কাউন্সিলর তৈয়েবুর রহমান, প্রাণকৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, উত্তম সাধু, শংকর দেবনাথ, হেমেশ মন্ডল, বি,সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও সম্পাদক জগদীশ রায, দেব্রত রায় দেবু, অখিল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী ও ছাত্রলীগ নেতা রাযহান পারভেজ রনি।