পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা সমীরণ সাধু, রশিদুজ্জামান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, জিএম ইকরামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক এসএম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম।