UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদের স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালিত

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে সাবেক শিক্ষামন্ত্রী এড. এস.এম. আমজাদ হোসেনের সহধর্মিনী মমতা রওশন জাহানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বাদ যোহর রূপসা উপজেলার মিল্কী দেয়াড়া মরহুমার পিত্রালয় মরহুম খান বাহাদুরের বাড়িতে কোরআন খানি, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া মমতা রওশন জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায় কোরআন খানি ও বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আমজাদ হোসেন ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। মরহুমার কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানা, তার সন্তান এস এম রাহামিন হোসেন ও তার স্ত্রীসহ পারিবারের সকল সদস্য তাদের পিতামাতার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।