UsharAlo logo
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহানবী (সা.) ঘোষিত শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার

ঊষার আলো ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

কৃষিজীবী ইউনিয়ন খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কৃষিজীবী ইউনিয়ন ঈমানের ভিত্তিতে দেশের সাধারণ কৃষকদের সংগঠিত করে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা দিবে যা আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা.) গঠন করে গোটা বিশ্ববাসীদের দেখিয়ে গেছেন। আর এই সংগঠিত কৃষিজীবী ইউনিয়ন হবে স্কুল অব ইসলাম। মূলতঃ রাষ্ট্রে ইসলামী সমাজনীতি না থাকলে অধিকার বঞ্চিত মানুষের জন্য আলাদা শ্রমনীতি বাস্তবায়ন করা যায়না। এ জন্য কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। আবার কৃষি উপকরণসহ সার ঔষধ কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা হতাশ হয়ে পড়ে। কৃষকদের বিভিন্ন দুঃখ দুর্দশা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের সেবার করার সুযোগ পেলে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহানবী (সা.) ঘোষিত শ্রমনীতি বাস্তবায়ন করা হবে। জাতীয় মজুরী কমিশনের সাথে সামঞ্জস্য রেখে কৃষক-শ্রমিকদের মজুরী নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার সকালে ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা সভাপতি মাওলানা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম, খুলনা জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মহানগর সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোস্তফা আল মুজাহিদ, জেলা জামায়াত নেতা মাষ্টার সিরাজুল ইসলাম। কৃষিজীবী ইউনিয়ন খুলনা জেলার সেক্রেটারী আলামিন গোলদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আকবর আলী মোড়ল, সেক্রেটারী মোঃ নাজিম উদ্দিন, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যা, নায়েবে আমীর মাওলানা শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন, শ্রমিক কল্যাণ নেতা আঃ আলীম শেখ, মোঃ আসলাম সরদার, জামায়াত নেতা ইঞ্জিঃ শাব্বির হোসেন, মাষ্টার মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, হাফেজ গাজী আলামীন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তৃতায় মাষ্টার শফিকুল আলম বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের কৃষকসহ খেটে খাওয়া কুলি, মজুর, শ্রমিকদের কৃষিজীবী ইউনিয়নে সংগঠিত করে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট গঠনে ভুমিকা রাখতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাহাবর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ খুলনা জেলার সকল আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে তাদেরকে বিজয়ী করতে হবে। সম্মেলনে মাওলানা শেখ কামাল হোসেনকে সভাপতি ও মোঃ আল-আমিন গোলদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই এদেশের চালিকা শক্তি। কিন্তু এদেশের কৃষক, শ্রমিক, মজুর মেহনতী মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পারে খেটে খাওয়া কুলি, মজুর, শ্রমিক মেহনতী মানুষদের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করতে। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি ইউনিট হলো বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন (২১৩৩) । এ ইউনিয়নের কাজ হবে কৃষকদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। কৃষিজীবী শ্রমিকরা ঈমানের ভিত্তিতে এদেশের কৃষকদের সংগঠিত করে ইসলামী রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে।
সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে যান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, শাহজালাল, মোমিনুর রহমান, মোহাম্মদ আলী লিটন উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ শেখ সরোয়ার হোসেনের আত্মীয়-স্বজনসহ পরিজনের সাথে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। পরে তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবাওে দোয়া ও মোনাজাত করেন।

ঊআ-বিএস