UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সামরিক খাতে শীর্ষ ১০ দেশ কতো খরচ করে?

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৬, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বে সামরিক শক্তিধর রাষ্ট্রগুলো প্রতিনিয়ত সামরিক খাতে তাদের ব্যয় বাড়িয়েই চলছে। একদিকে তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকট দিন দিন প্রবল হয়ে উঠছে। দেশগুলো তাদের লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাত বাড়ার সাথে সাথে সামরিক খাতে খরচও বাড়াচ্ছে।

যদিও এমন অনেক দেশ রয়েছে যারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও সামরিক খাতে বিপুল পরিমাণে খরচ করে।

গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে। এই প্রতিষ্ঠান সামরিক ব্যয়, অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে। খরচের এই হিসাব যদিও ২০২৩ সালের।

সেই তালিকায় বরাবরের মতো এবং সকলের ধরাছোঁয়ার উপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এসআইপিআরআই জানিয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯১৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে।

এর পরের দুটি নাম যথাক্রমে চীন ও রাশিয়ার। চীনের সামরিক খরচ যেখানে ২৯৬ বিলিয়ন ডলার সেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া সামরিক খাতে ১০৯ বিলিয়ন ডলার খরচ করেছে।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ও সৌদি আরব। ভারতের সামরিক খরচ ৮৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে সৌদি আরবের ব্যয় ৭৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

তালিকায় যুক্তরাজ্য ও জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য খরচ করেছে ৭৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। এছাড়া জার্মানি ব্যয় করেছে ৬৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা ইউক্রেন ২০২৩ সালে সামরিক খাতে ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছে। অন্যদিকে নবম অবস্থানে থাকা ফ্রান্স খরচ করেছে ৬১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

সবশেষ ১০ নাম্বার অবস্থানে থাকা দেশটির নাম জাপান। সামরিক খাতে জাপান ২০২৩ সালে ৫০ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয় করেছে।