UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্ক ‘আইকন অব সার্জারি’ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মওদুদ

usharalodesk
নভেম্বর ২৪, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সার্ক ‘আইকন অব সার্জারি’ সম্মাননা পেলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক  অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল)।  সার্ক সার্জিক্যাল সোসাইটির পক্ষ থেকে  ‘আইকন অব সার্জারি’র এই সম্মাননা দেওয়া হয়।

শনিবার নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়া সার্জিক্যাল সোসাইটির সম্মেলনে অধ্যাপক  পাভেলসহ ভারতের কিংবদন্তি মিনিম্যাল এক্সেস মাস্টার সার্জন অধ্যাপক সি পালানিভেলু এবং  পাকিস্তানের করাচি ডাও মেডিকেল ইউনিভার্সিটির সার্জিক্যাল ডিসিপ্লিনের ডিন ও হেড অধ্যাপক সাজিদা কুরেশিও একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আইকন অব সার্জারির সম্মাননায় ভূষিত হয়েছেন।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন নেপালের মুখ্যমন্ত্রী সুরেন্দ্র রাজ ফান্ডে।

ঊষার আলো-এসএ