UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিবি মহানগর ৩১নং ওয়ার্ডে কর্মীসভা

koushikkln
নভেম্বর ৩, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর ৩১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মিসভা ২ নভেম্বর ’২২ সন্ধ্যা সাড়ে ৭টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

৩১নং ওয়ার্ড শাখা সম্পাদক কমরেড ফজলুল হকের সভাপতিত্বে এবং শাখা সদস্য কমরেড মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাবেক সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সদস্য উজ্জ্বল বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ডের মোঃ শাকিল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ শিবলি, মোঃ শাহ আলম হাওলাদার, মোঃ সেলিম বেপারী, মোঃ খোকা, মোঃ শহিদুল গাজী, মিরাজুল ইসলাম গাজী, আব্দুল বারেক, মোঃ শাওন, মোঃ আবুল বাশার, মোঃ রায়হান, মোঃ আঃ সালাম, মোঃ বাবুল হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল হালিম, মোঃ উজ্জ্বল বিশ্বাস, মোঃ নাজির মোল্লা, মোঃ মোতালেব গাজী, মোঃ নূর আলম, মোঃ মুহিদ উদ্দিন, মোঃ কাঞ্চন, মোঃ সুমন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল আজিম, মোঃ বাহাদুর মোল্লা, মোঃ হাজারান প্রমুখ।

সভায় বক্তারা চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে জনগণ যেখানে দিশেহারা ঠিক সে সময়ে ওয়াশা কোনো রূপ গণশুনানী ছাড়া পানির মূল্য দ্বিগুণ বৃদ্ধি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভা শেষে মোঃ শাকিল ইসলামকে সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ৩১নং ওয়ার্ড শাখার গ্রুপ গঠন করা হয়।