ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মগানগরীর ৩০নং ওয়ার্ড শাখার শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় এবং ৩১নং ওয়ার্ড শাখার বিকেল সাড়ে ৫টায় সদস্য নবায়ন ও সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩০নং ওয়ার্ড শাখার কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখা সদস্য মোঃ নূর ইসলাম এবং ৩১নং ওয়ার্ড শাখার কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখা সদস্য এস এম বাবর আলী।
কর্মসূচিদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিপিবি নেতা তোফাজ্জেল হোসেন, ফজলুল হক, দুলাল সরকার, কামরুল ইসলাম খোকন, অ্যাড. নাজমা আক্তার, গৌরী হালদার, আব্দুস সাত্তার প্রমুখ। সম্মেলনে দুলাল সরকারকে সম্পাদক এবং গৌরী হালদারকে সহ-সম্পাদক করে ৩০নং ওয়ার্ড শাখা কমিটি গঠন এবং ফজলুল হককে সম্পাদক করে ৩১নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়।