UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ২ বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিলেট নগরীর মজুমদারি কোনাপাড়ায় বাসা থেকে ২ বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকালে মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে দুই বোনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

নিহত দুই জন হলেন, একই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) এবং তার বোন ফাতেমা বেগম (২৭)। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি ও ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছে।

জানা গেছে, সকালে ২ বোনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্বজনরা। এরপর বাসা থেকে তাদের  ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ২ বোনের মধ্যে প্রায়সময় ঝগড়া হতো। তাই আত্মহত্যা করেছেন কিনা, সেটি খতিয়ে দেখছে পুলিশ। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, দুই বোনের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)