UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মৃত হাবিবুরের দাফন সম্পন্ন

usharalodesk
জুন ৬, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমানের (২৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে নানা বাড়ির মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

সকাল ৯টায় নানা বাড়ি সংলগ্ন মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে।এর আগে রোববার (০৫ জুন) দুপুর ৩টায় হাবিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো. আলমগীর।

তিনি জানান, হাবিবুরের মরদেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে তার গোসল শেষ করে ভোলার উদ্দেশে রওনা দেই। ভোলায় এসে পৌঁছায় রাত ২টা ১০ মিনিটে।খবর পেয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিতে ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান।

ঊষার আলো-এসএ