UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুরখালীতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিনিধি সভা

koushikkln
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, সংগঠনের দুর্যোগ-দু:সময়ের কর্মীদের মূল্যায়ন করে স্বেচ্ছাসেবক লীগের নেতা তৈরী করা হবে। সে নেতারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরতœ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। তৃণমূল থেকে সৃষ্টি করা হবে স্বেচ্ছাসেবকলীগের আদর্শীক নেতা ও কর্মী। যারা আধুনিক রাষ্ট্র গঠনের অগ্রণী ভূমিকা রাখবে। দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে।

তিনি শনিবার (১৯ ফেব্রুয়ারি) বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন এমএম আজিজুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, ইউপি সদস্য আ’লীগ নেতা রমেন রায়, রুহুল আমিন শেখ , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সম্মানীত অতিথি ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদাউস রহমান, জিহাদুল চৌধুরী মিলন, হাবিবুর রহমান হাবীব,মঙ্গনউদ্দীন মাসুদ রানা, জাহাঙ্গীর হোসেন, আজিম মিয়া, আবির মল্লিক, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আবুল হাসান পলাশ, মিটুন ঘোষ,সাবেক ছাত্রনেতা এইচএম কামাল হোসেন, মাহমুদুল নবী মিল্টন,মাকসুদুল আলম,মামুন,আবু সালে বাবু, ইমরান যুবরাজ, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতা মৃনাল কান্তি বাছাড়,সেখ মোঃ রাসেল, শেখ হেলাল বাবু, ইউপি সদস্য জীএম এনামুল হক, অমিত রায় তপু, শেখ ইব্রাহীম, শশাংক রায়, এনামুল হক, আমিনুল ইসলাম, এনামুল হক, ইউপি সদস্য আলী আহমদ আকুঞ্জী, সাবেক মেম্বর মোক্তার হোসেন গাজী , উত্তম রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা সরদার আজগর আলী, জীএম জিল্লুর, আবু বক্কার সরদার, আব্দুল হালিম, রবিউল ইসলাম, গোপাল রায়, ইউনুস শেখ, আব্দুল্লাহ আল ফারুক, ফজর শেখ, অনিমেষ রায়, বায়জিদ হোসেন, উত্তম মন্ডল,সাগর মন্ডল, মেহেদী গাজী, মনিরুল ইসলাম কালু।

সভায় জানানো হয় আগামী মার্চ মাসে সুরখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।