UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ থাকতে যেসব কারণে পান করবেন আদা চা

usharalodesk
অক্টোবর ১২, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সর্দি কাশি হলে মোক্ষম এক ওষুধ হল আদা। ঠাণ্ডা লাগলে আমরা অনেকেই আদা দিয়ে চা পান করি। এমনকি গলার সংক্রমণ হলেও চিকিৎসকরা আদার চায়ের পরামর্শ দিয়ে থাকেন। তবে শুধু কি সর্দি কাশির ক্ষেত্রে সহায়ক আদার চা তা কিন্তু নয়।

চলুন জেনে নেই এর আরও উপকারিতা-

উচ্চ রক্তচাপে থাকে হৃদরোগের ঝুঁকি। নিয়মিত আদার চা পান করলে কম থাকবে আপনার ব্লাড প্রেশার ও সুস্থ থাকতে আপনার হার্ট।

গ্যাস অম্বলের সমস্যা ও বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আদা। এর জন্য আদা দিয়ে চা পান করতে পারেন বা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন।
ক্লান্তি কিংবা আলস্য অনুভব করেন? এর জন্যও খেতে পারেন আদা চা। এমনকি ওজন কমাতেও সহায়ক আদার চা।
আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম, এর জন্যও পান করতে পারেন আদার চা। আদা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সুতরাং ত্বকের
বার্ধক্য হতে শুরু করে ক্যান্সারের কোষকে প্রতিরোধ করতে সক্ষম আদার চা।

নিয়মিত মাইগ্রেনের সমস্যা ভুগলে এর উপযুক্ত ওষুধ হল এই আদার চা। এক কাপ আদার চা খেলে আপনার এই মাইগ্রেনের সমস্যারও সমাধান মিলতে শুরু হবে।

(ঊষার আলো-এফএসপি)