UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সূচকের রেকর্ড, পুঁজিবাজারে লেনদেন সাড়ে ১১ হাজার কোটি টাকা

usharalodesk
আগস্ট ১৪, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও (৯-১২ আগস্ট) সূচকের বড় উত্থানে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে।

সপ্তাহজুড়ে সূচকের রেকর্ডে চার কার্যদিবসে পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ১১ হাজার ৬২ কোটি টাকা।

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৬৫৪ কোটি ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছে।

একইসঙ্গে বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন সাড়ে ৩ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

এদিকে বিএসইসির শক্তিশালী অবস্থানে এক দশকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে দেশের পুঁজিবাজার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির ও কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার ও ইউনিট দর। আর বাকি ৪টি কোম্পানির শেয়ারে কোন লেনদেন হয়নি

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২৬২ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৪ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির দর বেড়েছে ও কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর।

(ঊষার আলো-এফএসপি)