UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ব্যাংক চত্বরের গণ সমাবেশ সফলে বিএনপির লিফলেট বিতরণ

koushikkln
অক্টোবর ১৫, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সকল বাঁধা বিপত্তি, হুমকি, প্রলোভন, অপপ্রচার, গুজব, আতংক, প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সর্বোচ্চ ত্যাগ ও আত্মদানের বিনিময়ে ২২ অক্টোবর শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় গণ সমাবেশ সফল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। চট্টগ্রাম ও ময়মনসিংহে সফল দুটি গণ সমাবেশ আয়োজন প্রত্যক্ষ করার পর খুলনার কর্মসূচিতে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা করছেন দলের নেতারা। দলীয় কর্মী ছাড়াও অবৈধ সরকারের দুঃশাসনের যাতাকলে পিষ্ঠ সাধারণ মানুষও এতে যোগ দেবেন। এ জন্য চলছে সর্বাত্মক প্রস্ততি ও ব্যাপক প্রচার প্রচারণা। কর্মসূচি সফল করতে গঠিত ১৬ টি উপ কমিটি দফায় দফায় বৈঠক করে গ্রহণ করছেন নানা কর্মপরিকল্পনা।

২২ অক্টোবর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচিতে যোগ দেয়ার আহবান জানিয়ে মহানগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১১টায় হার্ডমেটাল গ্যালারী থেকে কর্মসূচির সূচনা হয়। এরপর ডাকবাংলো মোড়, বড় বাজার, হেলাতলা মোড় হয়ে কে ডি ঘোষ রোড পর্যন্ত এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিলি করা হয়।

একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- শিরোনামে প্রকাশিত এ লিফলেটি কয়েক দফা দাবি জানানো হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল ডাল জ¦ালানি তেল গ্যাস বিদ্যুৎ সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেয়া, গুম খুন ও বিচার বর্হিভূত হত্যাকান্ড বন্ধ করা, শিক্ষাখাতে ভয়াবহ অনিয়ম দুর্নীতি বন্ধ, ভঙ্গুর স্বাস্থ্যখাতে হরিলুট বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকসহ সাধারণ নাগরিকদের মামলায় হয়রানি বন্ধ, ব্যাংকিং খাতে লুটপাট, বিদেশে টাকা পাচার, শেয়ার বাজার লুন্ঠনের অর্থ উদ্ধার এবং কৃষক শ্রমিক নি¤œবিত্ত মানুষের ন্যায্য দাবি মেনে নাও।
একই সাথে লিফলেটে স্বৈরাচারের গুলিতে নিহত শহীদ নূরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন এবং আব্দুল আলিমের রক্তের ঋণ শোধ করার প্রত্যয়ে বিভাগীয় গণ সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অংশগ্রহণ করেন শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফখরুল আলম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, বেগ তানভিরুল আযম, মুরশিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সুলতান মাহমুদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এস এম মুর্শিদুর রহমান লিটন, অ্যাডভোকেট তেীহিদুর রহমান চৌধুরী তুষার, একরামুল কবির মিল্টন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, রফিকুল ইসলাম বাবু, সরদার আব্দুল মালেক, গাজী আফসার উদ্দিন, নাসির খান, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাফরী নেওয়াজ চন্দন, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, যুবদলের ইবাদুল হক রুবায়েদ, মহিলা দলের অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

এরআগে শুক্রবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতাদের ডেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বাবু গয়েশ^র চন্দ্র রায়। সাথে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বাস্তবায়ন কমিটির আহবায়ক শামসুজ্জামান দুদু এবং অপর ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এ সভায় বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল প্রস্তাবনা রাখেন। সেই সাথে বিভাগের সকল জেলার নেতারা তাদের পরিকল্পনার কথা জানান। মূলত এসব নির্দেশনার আলোকে চলছে কার্যক্রম।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানী তেল, চাল, ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে, যশোরে আব্দুল আলিমকে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণ সমাবেশ করবে বিএনপি। খুলনায় কর্মসূচি পালিত হবে ডাকবাংলা মোড় ও ফেরীঘাট মোড়ের মধ্যবর্তী সোনালী ব্যাংক চত্বরে।

মঞ্চে থাকবে জাসাসের পরিবেশনা ঃ গণ সমাবেশের মঞ্চে সকাল থেকেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা জাতীয় সংগিত, দলীয় সংগিত, গণসংগিত পরিবেশন করবেন। ফ্যাসিবাদী সরকার পতনের দাবিতে আবৃত্তি করা হবে বিদ্রোহী কবিতা। ঢাকা থেকে জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন খুলনায়। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকে জাসাসের শিল্পীরা কর্মসুচিতে যোগ দেবেন। মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশনায় তারা অংশও নেবেন। শনিবার থেকেই খুলনা জাসাসের শিল্পীরা রিহার্সেল শুরু করেছেন। এরআগে দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক উপ কমিটির প্রস্ততি সভা মহানগর জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপ কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য ও মিডিয়া উপ কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন। জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার রিয়াদ হোসেন, মোঃ ইয়াসিন ইসলাম মিন্টু, মোঃ আশরাফুল ইসলাম নুর, শামীম হোসেন, মোঃ আরিফ শেখ, মোঃ মতিউর রহমান মামুন প্রমুখ।