UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার থেকে শুরু রাস উৎসব, কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পূন্যস্নান

pial
নভেম্বর ৬, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া : পটুয়াখালীতে কলাপাড়া ও কুয়াকাটায় আগামীকাল সোমবার পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় শুরু হবে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা উৎসব।

তিথি অনুযায়ী, ৮ নভেম্বর সকালে কুয়াকাটা সী বিচে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটাসহ উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সোমবার শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা। ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের নিপুন হাতের ছোয়ায় রং করা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, ৮ নভেম্বর সকালে কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পূন্যস্নান। তাই আগতদের সার্বিক নিরাপত্তা দিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)